বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার জোহর নামাজের পর দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
মাহফিলটি পরিচালনা করেন কুয়েতি মসজিদের খতিব মাওলানা আবু রায়হান রহমানী। বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে তিনি বিশেষ মোনাজাত করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ জেলা বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন।
নেতারা বলেন, 'বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার সুস্থতার জন্য সারা দেশের মানুষ দোয়া করছে। আমরা বিশ্বাস করি, আল্লাহর রহমতে তিনি শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসবেন।'
বিডি-প্রতিদিন/এমই