বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জামপুর ইউনিয়নে এ আয়োজন করে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মাদরাসা শিক্ষার্থী ও নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন, সার্বিক সহযোগিতায় ছিলেন মো. গোলজার হোসেন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আতাউর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদেকুর রহমানসহ অন্যরা। পরে মাহফিলে উপস্থিতদের মাঝে খাবার বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/এমই