নানা আয়োজনের মধ্য দিয়ে শেরপুরে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, প্রতিবন্ধিদের সহায়তা বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার জেলা প্রশাসন, জেলা সমাজসেবা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে এই দিবস উদযাপিত হয়। জেলা সমাজসেবা উপপরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফতার মাহমুদুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামাতের আমির মাওলানা হাফিজুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা আওয়াল চৌধুরি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা হোসনে আরা এবং ব্র্যাক কর্মকর্তা ফারজানা।
বক্তব্যে একজন প্রতিবন্ধীর পিতা কায়কোবাদ তার ছেলের অন্ধকার ভবিষ্যত নিয়ে বক্তব্য দিয়ে আবেগঘন পরিবেশ সৃষ্টি করেন। এক পর্যায়ে তিনি বলেন, ‘আমার সম্পদের একটি বড় অংশ সরকারকে প্রদান করব, যদি সরকার এই সম্পদের মাধ্যমে প্রতিবন্ধীদের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। এতে প্রতিবন্ধী পরিবারগুলোর বাবা-মারাও শান্তি পাবে।’
জেলা প্রশাসক কায়কোবাদের বক্তব্যকে মহৎ বলে অভিহিত করে আশ্বাস দেন যে বিষয়টি দ্রুত সরকারের কাছে লিখিতভাবে জানানো হবে।
বিডি-প্রতিদিন/মাইনুল