জাতীয় সংসদ থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত উন্নয়ন–সংক্রান্ত সব কমিটিতে প্রতিবন্ধী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছেন প্রতিবন্ধীরা। পাশাপাশি তারা গাড়িভাড়া ও স্কুলের বেতন ফ্রি করারও দাবি জানান।
বুধবার পঞ্চগড় জেলা প্রশাসনের সেমিনার কক্ষে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব দাবি তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
এর আগে ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি—সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’ স্লোগানে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অফিস এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা অফিসার অনিরুদ্ধ কুমার রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল ইসলামসহ বিভিন্ন প্রতিবন্ধী সংগঠন, স্কুল ও এনজিও প্রতিনিধিরা।
বিডি-প্রতিদিন/মাইনুল