নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইনায়েত হোসেন (৬৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাত আটটায় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ইনায়েত হোসেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নড়াইল জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেনের বড় ভাই। তার বাড়ি জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে।
সাংবাদিক সাজ্জাদ হোসেন জানান, তাঁর বড় ভাই সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে রঘুনাথপুর-কালিয়া সড়কে একটি মোটরসাইকেল পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করেন এবং পরিবারের লোকজনকে দুর্ঘটনার খবর দেন। পরে সেখান থেকে তাঁরা নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকের পরামর্শে তাঁকে উন্নত চিকিৎসার জন্য যশোর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। পরে রাত আটটায় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ঘাতক মোটর সাইকেলটি আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’
বিডি প্রতিদিন/হিমেল