আজ ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাকিস্তানি হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে ঠাকুরগাঁও পাক হানাদার মুক্ত হয়। ঠাকুরগাঁও তখন মহকুমা ছিল। ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলার ১০টি থানা মিলে ওই মহকুমা ছিল। এ অঞ্চলে বীর মুক্তিযোদ্ধাদের প্রাণপণ লড়াই আর মুক্তিকামী জনগণের দুর্বার প্রতিরোধে নভেম্বরের শেষ দিক থেকেই পিছু হটতে শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনী। চূড়ান্ত বিজয় আসে আজকের এই দিনটিতে।
দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে অবস্থিত শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন। পরবর্তীতে পুলিশ প্রশাসন, সিভিল সার্জন, উপজেলা প্রশাসন, জেলা বিএনপি, ঠাকুরগাঁও প্রেসক্লাবসহ সরকারি-বেসরকারি দফতর ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন হাতে নিয়েছেন জেলা প্রশাসন।
বিডি-প্রতিদিন/মাইনুল