বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করে পৌর স্বেচ্ছাসেবক দল ও পৌর প্রজন্ম দল।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাবেক সহ-সভাপতি এমরান হোসেন, পৌর তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী ফারুক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সাব্বির, যুবদল নেতা রতন মাহমুদ ও বিএম ওয়াসিম আরমানসহ অনেকে।
এ সময় সকলে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। অনুষ্ঠান শেষে খাবার বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/এমই