রাজবাড়ী জেলায় জাতীয়তাবাদী কৃষক দলের তিন উপজেলা ইউনিটের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শহরের একটি ভবনে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার আহ্বায়ক এবং সদস্য সচিবদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
ঘোষিত কমিটি অনুযায়ী, পাংশা উপজেলার আহ্বায়ক মো. শফিকুর রহমান ও সদস্য সচিব মো. আরিফুল ইসলাম টিপু। পাংশা পৌর শাখার আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন ও সদস্য সচিব মো. ইমরান হোসেন মহিত। কালুখালী উপজেলার আহ্বায়ক মো. আনিসুর রহমান ও সদস্য সচিব মো. নজরুল ইসলাম বিটু। বালিয়াকান্দি উপজেলার আহ্বায়ক মো. মহসিন খান ও সদস্য সচিব মো. শাহজাহান মিয়া।
কমিটি ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের রাজবাড়ী জেলা আহ্বায়ক মো. আইউবুর রহমান আয়ূব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ আলমগীর, অ্যাডভোকেট শাহরিয়ার জামান রাজিবসহ জেলা কমিটির নেতৃবৃন্দ। নতুন নেতৃত্বকে অতিথিরা ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
বিডি-প্রতিদিন/মাইনুল