বরিশালের গৌরনদীতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরিচয়ে রোগী দেখার সময় আটক কথিত চিকিৎসককে জেলে পাঠানো হয়েছে।
সোমবার রাতে গৌরনদী পৌরসভার সুন্দরদী এলাকার আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতালের চেম্বার থেকে ওই কথিত চিকিৎসককে আটক করে ভ্রাম্যমাণ আদালত।
কথিত এ চিকিৎসকের বাড়ি পিরোজপুরের বিষ্ণুকাঠিতে, নাম মো. ফিরোজ আহমেদ (৪২)। তিনি ওই হাসপাতালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডা. আমিরুল ইসলামের নামে নিজেকে পরিচয় দিতেন। ডা. আমিরুলের প্রেসক্রিপশন ব্যবহার করে রোগীদের ওষুধ লিখে দিতেন।
এ ঘটনায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য পরিদর্শক শংকর কুমার দাস বাদী হয়ে মডেল থানায় মামলা করেন। মামলায় ফিরোজসহ হাসপাতালের পরিচালক ফরিদা বেগমসহ অজ্ঞাত আরো ৩ জনকে আসামি করা হয়েছে।
ওসি তরিকুল ইসলাম জানান, আটকের পর ফিরোজ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নিজের পরিচয় নিশ্চিত করেন। পরে ভ্রাম্যমাণ আদালত নিয়মিত মামলা করে তাদের কাছে হস্তান্তর করেছে। মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাকে জেলে পাঠানো হয়েছে।
অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার মেহেদি হাসান বলেন, ফিরোজ হাসপাতালটিতে সার্জারি পরিচালনা করতেন। ফলে অনেক মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। তার যে অপরাধ তাতে বড় ধরনের শাস্তি হওয়া উচিত।
ফিরোজ আহমেদ বলেন, চিকিৎসক না হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরিচয় দেওয়ার বিষয়টি তার ভুল হয়েছে, তার গ্রাম্য চিকিৎসকের ডিগ্রি রয়েছে। তবে তিনি দাবি করেন, তারা করা ৪-৫টি সার্জারিতে কেউ মারা যয়নি।
বিডি-প্রতিদিন/এমই