বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় জয়পুরহাট জেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহরের সবুজ নগর আলহেরা নূরানী মাদ্রাসায় এই দোয়ার আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিএনপি মনোনীত জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সাবেক সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, জুয়েল, তৌফিক এলাহীসহ জেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য ইফতাদুল হক, রাসেল তালুকদার, আবু বক্কর সিদ্দিক বাবু, আবু সাঈদ সোহেল, মহিদুল ইসলাম খান রাজিব, রেজহাত হোসেন রনি।
এ ছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, যুগ্ম আহ্বায়ক মুমিন খন্দকার ডালিম ও তৈবুর রহমানসহ নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।
এসময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, বিএনপির নেতাকর্মীদের নিরাপত্তা, জাতীয় রাজনীতিতে শান্তি এবং জয়পুরহাটে ঐক্যবদ্ধ বিএনপির সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল