গোপালগঞ্জে অভিযান টিম দেখে বিক্রি নিষিদ্ধ জাটকা রেখে দৌড়ে পালিয়ে যান ব্যবসায়ী। পরে ৬০ কেজি জাটকা উদ্ধার করে চারটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা নতুন বাজারে এ ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় জানান, জাটকা ইলিশ মাছ সংরক্ষণ কার্যক্রম চলছে। এ সময় মাছ ধরা, বাজারজাত ও বিক্রি নিষিদ্ধ করেছে মৎস্য অধিদফতর। এর মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নতুন বাজার এলাকার জাটকা ইলিশ বিক্রি হচ্ছে। মৎস্য কার্যালয়ের লোকজন সেখানে গেলে প্রায় ৬০ কেজি জাটকা মাছ রেখে দৌড়ে পালিয়ে যান বিক্রেতা।
পরে সেগুলো জব্দ করে উপজেলায় নিয়ে এসে ইউএনও আল-আমিন হালদারের নির্দেশে চারটি এতিমখানায় বিতরণ করা হয়। ইলিশ মাছ সংরক্ষণে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/মাইনুল