দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পানছড়ি বিএনপির উদ্যোগে মঙ্গলবার মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পানছড়ির বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত মাহফিলের সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ ও বিএনপি মনোনীত ওয়াদুদ ভূইয়া। দোয়া ও মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দ্রুত সুস্থ হয়ে তিনি আবারও এদেশের মানুষের সেবায় নিয়োজিত হতে পারেন এ কামনা করা হয় ।
দোয়া ও মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মালেক মিন্টু, মাহাবুল আলম সবুজ সহ উপজেলার নেতাকর্মী ও সাধারণ মানুষ।
বিডি-প্রতিদিন/আশফাক