লালমনিরহাট জেলা শহরের অনুমোদনহীন ও মানহীন ক্লিনিক–প্যাথলজি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিভিল সার্জন অফিস ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
সোমবার অভিযানে কলেজ রোডের একটি ডায়াগনস্টিক সেন্টার সম্পূর্ণ বন্ধ অবস্থায় পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে সাইনবোর্ড অপসারণের জন্য ১ ঘণ্টা সময় দেওয়া হয়। পরে পুনরায় পরিদর্শনে নির্দেশনা অনুযায়ী সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।
শহরের মদিনা পাড়া এলাকায় অবস্থিত একটি প্যাথলজিতে গিয়ে ৭ বছর ধরে লাইসেন্স আপডেট না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগ পাওয়া যায়। এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
অন্যদিকে শহরের স্টেডিয়াম রোডের একটি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘ ৩ বছর লাইসেন্স নবায়ন করেনি। প্রতিষ্ঠানের সাধারণ ফ্রিজে সংরক্ষিত অবস্থায় ১ ব্যাগ মেয়াদোত্তীর্ণ রক্ত পাওয়া যায়। পাশাপাশি নিয়মিত রক্ত সঞ্চালন কার্যক্রম থাকা সত্ত্বেও ল্যাবে রক্ত স্ক্রিনিংয়ের প্রয়োজনীয় ৫ ধরনের কিটের সবগুলোই অনুপস্থিত ছিল। অপারেশন থিয়েটারের পরিবেশ অস্বাস্থ্যকর থাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ক্লিনিকটিকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম জানান, জেলার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হবে। অনুমোদন ও মান রক্ষায় অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেয়া অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/আশফাক