বরগুনায় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে মঙ্গলবার (২ ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে গ্রাম আদালত বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক অনিমেষ বিশ্বাস।
ইউএনডিপির জেলা সমন্বয়কারী রফিকুল ইসলামের উপস্থাপনায় আলোচনায় অংশ নেন, এনজিও, গণমাধ্যম এবং সরকারী বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
কর্মশালায় গ্রাম আদালত বিধিমালা ২০০৬ এবং ২০১৬-কে নিয়ে গ্রাম আদালতে বিচার্য দেওয়ানী ও ফৌজদারি মামলার শ্রেণির বিষয়ে ধারণা দেওয়ার পাশাপাশি অংশগ্রহণকারীদের নিকট থেকে সুপারিশ গ্রহণ করা হয়।
আলোচনায় অংশ নেন, এনজিও প্রতিনিধি এনএসএস, জাকির হোসেন, লোকবেতার পরিচালক মনির কামাল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকু, জাকির হোসেন মিরাজ প্রমুখ।
বিডি-প্রতিদিন/জামশেদ