প্রস্তাবিত নিয়োগবিধি ২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা। একই দিন থেকে তারা অনির্দিষ্টকালের জন্য সেবা প্রদান বন্ধের ঘোষণাও দেন।
মঙ্গলবার সকাল (২ ডিসেম্বর) জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সভাপতি মাহাবুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, পরিবার কল্যাণ সহকারী সমিতির আহ্বায়ক লাভলী পারভীন, পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির সাধারণ সম্পাদক ফারজানা সুলতানা এবং পরিবার কল্যাণ সহকারী শাহনাজ আক্তার শারমীন বক্তব্য দেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দাবির বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি, কিন্তু তাতে কোনো অগ্রগতি হয়নি। বাধ্য হয়ে সারাদেশে আমরা একযোগে সেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। আগামী ১১ নভেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
জেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সভাপতি মাহাবুল ইসলাম বলেন, কর্মসূচি চলাকালে তারা নিজ নিজ কার্যালয়ে অবস্থান করবেন এবং জরুরি সেবা ছাড়া অন্য কোনো সেবা প্রদান করবেন না।
তিনি আরও বলেন, আমরা রাজস্ব খাতে চাকরি করি, কিন্তু এখনও আমাদের নিয়োগ বিধি নেই। পরিবার কল্যাণ পরিদর্শিকাদের বিদ্যমান নিয়োগ বিধি সংশোধনও করা হয়নি।
বিডি-প্রতিদিন/মাইনুল