ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে আড়িয়ল উচ্চ বিদ্যালয় মাঠে ইছাপুরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপি মনোনীত পদপ্রার্থী জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের ভোটাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীনভাবে লড়াই করেছেন। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ। এই সংকটময় সময়ে আমরা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করছি।
ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে যুবদল নেতা শফিক রায়হান শ্রাবণের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, সহ সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, এ.বি.এম মমিনুল হক, অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন দস্তগীর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/তানিয়া