বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বাগেরহাটের মোংলায় মিলাদ ও দোয়া মাহফিল এবং ৩ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
উপজেলা বিএনপির আয়োজনে সোমবার বিকেলে মিঠাখালী বাজারে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, বিএনপি নেতা আবু তালেব হাওলাদার, শেখ রুস্তুম আলী, শেখ শাহ আলম, বাবুল হোসেন রনি, এম সাইফুল ইসলাম, এম এ কাশেম, খোরশেদ আলম, বাবলু ভূইয়া, আ. সালাম ব্যাপারী ও উপজেলা মহিলা দলের নেত্রী কমলা বেগম।
বিডি প্রতিদিন/এমআই