কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের দৌলতখালী পোস্ট অফিস পাড়ায় কৃষক আক্কাচ আলীর বাড়িতে ভাঙচুর চালিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার দিনগত রাত অনুমানিক একটার দিকে ডাকাতির এ ঘটনা ঘটেছে। প্রায় ঘন্টাব্যাপী ওই কৃষকের বাড়ির প্রধানগেট ও ঘরের দরজা ভেঙে ডাকাতরা ডাকাতি সংঘটিত করে।
আক্কাচ আলী (৫০) দৌলতখালী গ্রামের পোস্ট অফিস পাড়ার মৃত আজিজুল হকের ছেলে।
এ বিষয়ে আক্কাচ আলী বলেন, রবিবার রাত অনুমানিক একটার দিকে ডাকাত দল আমার বাড়িতে হানা দেয়। আমার বাড়িটি ইট দিয়ে নির্মাণ করায় তারা সহজে প্রবেশ করতে না পেরে, আমাদের ডেকে ঘরের দরজা খুলতে বলে। আমরা ঘরের দরজা না খুলে দিলে ডাকাত দল তাদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা করে ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে আমাদেরকে মারধর করে দুইটা গরুসহ স্বর্ণালংকার, নগদ টাজা এবং মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ সময় আমাদের ডাক চিৎকার শুনেও কোন গ্রামবাসী ভয়ে এগিয়ে আসেনি।
ডাকাতরা যাওয়ার সময় হুমকি দিয়ে গেছে পুলিশকে জানালে তাদেরকে হত্যা করা হবে।
ডাকাতির বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ সোলাইমান শেখ বলেন এ বিষয়ে কেউ লিখিত ভাবে কোন অভিযোগ করেনি। আমরা পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি।
এ বিষয়ে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, আমরা ডাকাতির খবর পেয়েছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম