নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতি মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে মহানগর ছাত্রদলের সার্বিক ব্যবস্থাপনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ পাঠের মাধ্যমে দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং বিশেষভাবে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান। সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক শিকদার।
বক্তব্য রাখতে গিয়ে মাসুদুজ্জামান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন অত্যন্ত সংকটাপূর্ণ। দল-মত নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ তার সুস্থতা কামনা করছেন। এটি প্রমাণ করে তিনি জনগণের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন। জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তিনি সারাজীবন নিজেকে উৎসর্গ করেছেন। পরিবার-পরিজনকে হারিয়েও মানুষের স্বার্থরক্ষার লড়াই থেকে তিনি কখনো পিছপা হননি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, আনোয়ার হোসেন আনু, মাহবুব উল্লাহ তপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, মহানগর যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়নাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বিডি-প্রতিদিন/সুজন