গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ মাগরিব শাখাহার ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহরগছির চারমাথায় দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন শাখাহার ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম তারা মন্ডল। দোয়া মাহফিলে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের কল্যাণে দীর্ঘ সময় কাজ করেছেন। বর্তমানে তার সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা। তিনি দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় সবার প্রতি দোয়ার আহ্বান জানান।
শাখাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ এরশাদুল হক।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন শাখাহার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদার রহমান মাছুম, ১ নং ওয়ার্ড শাখাহার ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান সরকার, ২ নং ওয়ার্ড শাখাহার ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজাম্মান প্রধান, ৩ নং ওয়ার্ড শাখাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাজাহান মাস্টার, শাখাহার ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার আকাশ, ৮ নং ওয়ার্ড শাখাহার ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান ফারুক ও ৬ নং ওয়ার্ড শাখাহার ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম।
এ ছাড়া ৮ নং ওয়ার্ড শাখাহার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা রানু, ৫ নং ওয়ার্ড শাখাহার ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর মেম্বার, ৯ নং ওয়ার্ড শাখাহার ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়েসকুরুনী মাস্টার, শাখাহার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, শাখাহার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর ও ৪ নং ওয়ার্ড শাখাহার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রাজিব সরকারসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই