সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় নোয়াখালী জেলা জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে জেলা জামে মসজিদ চত্বরে বিকেল ৩টা থেকে পৌনে ৫টা পর্যন্ত এ মাহফিল আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান।
বিএনপি এবং অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে জেলা বিএনপির সদস্য সচিব হারুন-রশীদ আজাদ, যুগ্ম আহ্বায়ক এবিএম জাকারিয়া, সদস্য আব্দুর রহমান, আবু নাসের, ফিরোজ আলম মতিন, সাবেক কমিশনার দেলোয়ার হোসেন, ভিপি পলাশ, নুরুল আমিন খান, নোমান, আবু হানিফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা জামে মসজিদের খতিব মুফতি দেলোয়ার হোসেন।
বিডি-প্রতিদিন/মাইনুল