জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, জামায়াতসহ ৮ দল আন্দোলনেও আছে, নির্বাচনে অংশগ্রহণেও আছে। ফ্যাসিবাদবিরোধী সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে ইনসাফপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে। এ লক্ষ্যে ৫ দফা দাবির ভিত্তিতে প্রতিটি বিভাগীয় শহরে গণসমাবেশ আয়োজন করা হচ্ছে।
রংপুর বিভাগীয় সমাবেশ উপলক্ষে সোমবার বিকেলে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাওলানা আব্দুল হালিম বলেন, দুর্নীতির বিরুদ্ধে জনগণের আকাঙ্ক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় আমরা কাজ করছি। ছাত্র ও জনতার আশা-আকাঙ্ক্ষা পূরণ করা হবে।
তিনি জানান, জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজনসহ ৫ দফা দাবি তুলে ধরা হয়েছে।
৫ দফা দাবির বিষয়গুলো তুলে ধরে তিনি বলেন— জুলাই জাতীয় সনদ সংবিধান আদেশ বাস্তবায়নের জন্য জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রয়োজন। সংসদের উভয় কক্ষে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতি চালু কিংবা অন্তত উচ্চ কক্ষে এ পদ্ধতি প্রবর্তন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার করতে হবে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করার দাবি পুনর্ব্যক্ত।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা সংঘাতের রাজনীতি পছন্দ করি না। রংপুরে জাতীয় পার্টি খোলামেলা রাজনীতি করছে, অথচ অতীতে তারা স্বৈরাচার সরকারকে টিকিয়ে রেখেছিল। আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিরও কার্যক্রম নিষিদ্ধ করার প্রয়োজন ছিল সরকারের। তবে আমাদের কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই।
তিনি আরও বলেন, যে দল হাসিনা সরকারকে টিকিয়ে রেখেছিল, জনগণের সমর্থন তাদের প্রতি আছে বলে আমি মনে করি না। জনগণই তাদের নিষিদ্ধ করে দেবে।
তিনি জানান, আগামী ৩ ডিসেম্বর রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি থাকবেন ৮ দলের শীর্ষ নেতা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। সভাপতিত্ব করবেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখবেন—জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, নেজামে ইসলামী পার্টির নায়েবে আমির মুফতি মোখলেছুর রহমান কাসেমী, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, সংগঠক মুফতি মাহমুদুল হাসান, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলামসহ ৮ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
আয়োজকরা জানান, সমাবেশ সফল করতে ইতোমধ্যে ৮ দল মিলে ৫টি প্রস্তুতিমূলক সভা করেছে এবং লক্ষাধিক মানুষের সমাগমের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবার রহমান বেলাল, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি হাফেজ আব্দুর রহমান কাসেমী, সেক্রেটারি আমিরুজ্জামান পিয়ালসহ ৮ দলের নেতারা।
বিডি-প্রতিদিন/সুজন