ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে আজও আন্দোলন অব্যাহত রয়েছে। সোমবার ভোলার বোরহানউদ্দিন উপজেলার গ্যাসভিত্তিক ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের (বিউবো) সামনে অবস্থা নিয়েছেন আন্দোলনকারীরা।
এর আগে, সেতুসহ ৫ দফা দাবি মানা না হলে সোমবার থেকে ভোলার গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে আজ আন্দোলনকারীরা বিদ্যুৎ কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধের দাবি জানান।
২২৫ মেগাওয়াট পাওয়ার প্লান্টের ব্যবস্থাপক মিজানুর রহমান জানান, তারা আন্দোলনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করলেও তাদের পক্ষে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা সম্ভব নয়।
তিনি বলেন, আন্দোলনকারীদের দাবি ভোলা জেলায় বিদ্যুৎ সরবরাহ চালু রেখে ভোলার বাইরে সরবরাহ বন্ধ রাখতে হবে। মূলত পদ্ধতিগত কারণেই এটি সম্ভব নয়। যদি কোনো কারণে বন্ধ রাখতে হয়, তাহলে ভোলা জেলাসহ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হবে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিদ্দিকুর রহমান জানান, পুলিশ যথাযথ সতর্কতা অবলম্বন করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং নিয়ন্ত্রণের মধ্যেই আছে।
এর আগে, সেতুসহ ৫ দফা দাবিতে চরফ্যাশন উপজেলা থেকে তেঁতুলিয়া ও মেঘনা নদী পাড়ি দিয়ে লংমার্চ করে ঢাকার শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন ভোলাবাসী। সেখানে ১৪৪ ধারা জারি করা হলে আন্দোলনকারীরা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল। তাদের ৫ দফা দাবি মানা না হলে সোমবার থেকে ভোলার গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার আল্টিমেটাম দিয়েছিল আন্দোলনকারীরা।
সেতু ছাড়াও আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে ভোলায় মেডিকেল কলেজ স্থাপন, গ্যাসভিত্তিক শিল্পায়ন, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ ও মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ করা।
বিডি প্রতিদিন/এমআই