কুয়াশার সাথে শীত বাড়ছে দিনাজপুর অঞ্চলে। দিন দিন কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের তীব্রতা। সোমবার সকাল ৯টায় দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন।
এদিকে, দিনাজপুরে বিকালের পর থেকে এবং সকাল ৭টা পর্যন্ত শীত অনুভূত হচ্ছে। রাতে দেখা মিলছে হালকা কুয়াশা। সকাল ৭টা পর্যন্ত কুয়াশা দেখা যায়। এদিকে, দুপুর ১২টা পর্যন্ত দিনাজপুরের আকাশে কখনো রোদ, কখনো আলো-ছায়া দেখা যাচ্ছে। শীতের কারণে সকালে ও সন্ধ্যায় মানুষকে হালকা শীতের কাপড় পরতে দেখা যাচ্ছে।
আবহাওয়া অফিস জানায়, সোমবার দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়া, বাতাসের আদ্রতা ৯৪ শতাংশ। যা রবিবার ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আদ্রতা ছিল ৯২ শতাংশ।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, দিনাজপুরে শীত বাড়ছে। প্রতিদিনই তাপমাত্রা কমছে। তবে গতবারের চেয়ে ধীরে কমছে তাপমাত্রা। সোমবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
বিডি-প্রতিদিন/বাজিত