২০২০ সালে দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি চিনিকলের আখ মাড়াই কার্যক্রম বন্ধের পাঁচ বছর পূর্তি উপলক্ষে সোমবার সেতাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করে চিনিকলটি পুনরায় চালু করার দাবিতে সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদসহ সর্বস্তরের মানুষ।
সোমবার বেলা সাড়ে ১১টায় সেতাবগঞ্জ চিনিকলের প্রধান ফটকের সামনে মানববন্ধন আয়োজন করে সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদ।
পরিষদের আহ্বায়ক বদরুদ্দোজা বাপনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, সেতাবগঞ্জ পৌর বিএনপির উপদেষ্টা এম ওয়ালীফ্লাড, উপজেলা জামায়াত নেতা কাজী নূর আলম প্রমুখ।
বক্তব্য দেন সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদের সদস্য সচিব সোহাগ হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাজিউর রহমান রাজু আহমেদ, শহিদুল ইসলাম, ছাত্র নেতা ফাহাদ চৌধুরী, নাজমুল হোসেন প্রমুখ। মানববন্ধনে কৃষক, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও পেশাজীবীসহ স্থানীয়রা দলমত নির্বিশেষে অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সেতাবগঞ্জ চিনিকল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুনসুর আলী।
বক্তারা বলেন, তৎকালীন সরকার রাজনৈতিক উদ্দেশ্য ও ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য রাষ্ট্রীয় ছয়টি চিনিকল বন্ধ করে দেয়। এতে হাজারো আখচাষি, শ্রমিক, কর্মচারী ও ব্যবসায়ী কর্মহীন হয়ে পড়েন এবং তাদের মধ্যে গভীর হতাশা সৃষ্টি হয়। তারা বলেন, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট বন্ধ ও জনগণের অধিকার রক্ষায় চিনিকল পুনরায় চালু করা এখন সময়ের দাবি।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম ধাপে সেতাবগঞ্জ ও শ্যামপুর চিনিকল চালুর সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অনুমোদন করলেও এখনও অর্থ ছাড় না হওয়ায় আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করেন।
তারা বলেন, চিনিকল এলাকার মানুষ বহু বছর ধরে দুর্দশায় দিন কাটাচ্ছে। সরকারের সিদ্ধান্তের পরও অর্থ ছাড় না হওয়া অযৌক্তিক। অবিলম্বে বরাদ্দের অর্থ ছাড় দিতে হবে এবং দ্রুত চিনিকল চালুর কার্যক্রম শুরু করতে হবে।
বক্তারা আরও বলেন, ২০২০ সালের ১ ডিসেম্বর তৎকালীন সরকারের রাষ্ট্রীয় শিল্পবিরোধী নীতি ও নির্দেশে ছয়টি চালু চিনিকল একযোগে আখ মাড়াই কার্যক্রম বন্ধ করা হয়।
বিডি-প্রতিদিন/মাইনুল