রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে ১ চাঁদাবাজসহ ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত চাঁদাবাজ হলো, মহানগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর বাসার রোড এলাকার মুন্সি আবুল খায়েরের ছেলে তারেক রহমান (৩০)।
সোমবার (১ ডিসেম্বর) আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এছাড়া আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৫ জন, মাদক মামলার ১ জন এবং অন্যান্য মামলার আসামি ১২ জন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।
বিডি-প্রতিদিন/জামশেদ