সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবঘোষিত জেলা কমিটি সম্মেলন করেছেন। এসময় উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধারা।
সোমবার দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এই সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে নেতারা জানান, সম্প্রতি আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তবে রবিবার কমিটির কতিপয় নেতৃবৃন্দ সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে পদত্যাগ করেছেন। এটি অস্বচ্ছ এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ। নবঘোষিত কমিটি এ ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানায়।
নেতারা জানান, নতুন কমিটি স্বীকৃতিপ্রাপ্ত সকল জুলাই যোদ্ধাদের সঙ্গে নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। তারা দীর্ঘদিন সততা, নীতি ও আদর্শ মেনে সংগঠনের জন্য কাজ করেছেন এবং ভবিষ্যতেও তা চালিয়ে যাবেন। অভিযোগ রয়েছে, কতিপয় নেতৃবৃন্দ কমিটিকে বিতর্কিত করার উদ্দেশ্যে পদত্যাগ করেছেন, যা সংগঠনের প্রতি প্রকাশ্য অবমাননাকর আচরণ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আন্দোলনের আহ্বায়ক মুনতাসির মেহেদী। এছাড়া বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ইমরান হাসান, মুখ্য সংগঠক সালমান জোয়ারদার, মুখপাত্র রাশিতা ভূঁইয়া রাজিত এবং সদস্য সচিব মাসুদ রানা।
বিডি-প্রতিদিন/মাইনুল