সিরাজগঞ্জে ফলমূল ও আর্থিক সহায়তা নিয়ে শহীদ পরিবারের বাড়িতে গিয়ে শহীদদের স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিরাজগঞ্জের নবাগত জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
সোমবার দুপুরে তিনি শহরের একডালা গ্রামে শহীদ আব্দুল লতিফ ও সুমনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারের পাশে সরকার রয়েছে। যারা জীবন উৎসর্গ করেছেন, যেমন সুমন ও লতিফ, তাদের লক্ষ্য আমরা কাজের মাধ্যমে পূরণ করবো। আমরা সবাই মিলে একটি সুখী, সমৃদ্ধ, উন্নয়নশীল ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব।
বিডি-প্রতিদিন/মাইনুল