মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে অনুমোদনহীন দুইটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১ ডিসেম্বর) সকালে পৌরসভার দোয়েল ইটভাটা ও ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, আইন অনুযায়ী অনুমোদন না থাকায় দুইটি ইটভাটা অভিযান চালানো হয়। এসময় বুলডোজার দিয়ে কাঁচা ও পোড়ানো ইট ধ্বংস করা হয়। পাশাপাশি ইট তৈরির বিভিন্ন সরঞ্জামও নষ্ট করা হয়। পরিবেশে দূষণ রোধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের মেহরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী, পরিদর্শক টিপু সুলতানসহ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল