বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিজয়নগর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বিকেলে মনিপুর বন্দর বাজার বালুর মাঠে উপজেলার পত্তন ইউনিয়ন বিএনপির সভাপতি কালাম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দারু মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জি. খালেদ মাহবুব শ্যামল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা (কচি), যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম, আলহাজ্ব মনির হোসেন, মাইনুল হোসপন চপল, জেলা যুবদলের সভাপতি শামিম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি জমির দস্তগীর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বোখারী মোল্লা, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সোলায়মান হোসেন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ১৯৮৬ সালের নির্বাচনে বেগম খালেদা জিয়ার আপোষহীনতা, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সফল নেতৃত্ব, এক এগারো-তে ফখরুদ্দিন মঈনুদ্দিন শাসনামলে তার আপোষহীনতা, এমনকি ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে তিনি আপোষ না করে জেল খেটে এদেশের মানুষের হৃদয়ে যে ভালোবাসার স্থান করে নিয়েছেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করার জন্য সবার কাছে অনুরোধ জানান।
পরে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/জামশেদ