সিরাজগঞ্জ পৌর শহরের মিরপুর চৌধুরীপাড়ার দীর্ঘদিনের জরাজীর্ণ মন্দিরটি সংস্কার করে দিয়েছে সিরাজগঞ্জ জেলা যুবদল। রবিবার দুপুরে মন্দিরের লোহার কলাপসিবল গেট, গ্রিলের জানালা ও বারান্দা মেরামত করা হয়। এতে হিন্দু সম্প্রদায়ের লোকজন যুবদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মন্দির কমিটির সদস্য শ্রী জগদিশ চন্দ্র বলেন, প্রায় ৪০ বছর আগে মন্দির স্থাপন করা হয়। কিন্তু গেট, জানালা ও বারান্দা না থাকায় নানা সমস্যা দেখা দিত। অর্থাভাবে মেরামত সম্ভব হচ্ছিল না। সম্প্রতি যুবদলের নেতাকর্মীরা মন্দির পরিদর্শনে এলে বিষয়টি তাদের জানানো হয়। পরে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ কলাপসিবল গেট, লোহার জানালা ও বারান্দা মেরামত করে দেন। তিনি বলেন, মন্দিরটি এখন সুরক্ষিত থাকবে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ জানান, পরিদর্শনের সময় হিন্দু সম্প্রদায়ের লোকজন মন্দিরের জরাজীর্ণ অবস্থার কথা তুলে ধরেন। বিষয়টি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে জানানো হয়। তার নির্দেশনায় যুবদলের অর্থায়নে মন্দিরটি সংস্কার করা হয়েছে।
তিনি আরও জানান, ওই এলাকার প্রায় ৫ শতাধিক পরিবার পুনর্বাসনের দাবি জানিয়েছেন। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ইকবাল হাসান মাহমুদ টুকুর সহায়তায় পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল