ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. মুছা মিয়াকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার বিকেল আনুমানিক ৪টার দিকে হোসেনপুর গ্রামের পূর্ব পাশে জোয়ারারবিল এলাকার কচুরিপানার ভেতর স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখতে পান।
খবর পেয়ে এলাকাবাসী সেখানে জড়ো হন এবং পরে পুলিশকে জানানো হয়।
নিহত মুছা মিয়া ছলিমাবাদ গ্রামের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। তবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো পরিষ্কার নয়, ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/আশফাক