যশোরের নবাগত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেছেন, পুলিশ এখন থেকে বৈধ কর্তৃপক্ষের বৈধ আদেশ প্রতিপালন করবে। তিনি বলেন, একসময় পুলিশকে একদলের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। অন্য দলগুলোর কাছে শত্রুতে পরিণত করা হয়েছিল।
রবিবার দুপুরে যশোরে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় সেখানে যশোর পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নতুন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম শনিবার দায়িত্ব বুঝে নেন।
বিডি প্রতিদিন/এএম