বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কেন্দ্রীয় কার্যকরী আহ্বায়ক কমিটির বিশেষ সাধারণ সভায় ৭১ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর কাকরাইলে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কমিটি অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ফোরামের যুগ্ম-আহ্বায়ক মো. এম গফুর উদ্দিন চৌধুরী। উপদেষ্টা মণ্ডলীসহ ফোরামের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিটিতে রংপুর জেলার পীরগাছা উপজেলার ৫নং ছাওলা ইউনিয়নের চেয়ারম্যান মো. নাজির হোসেনকে সভাপতি করা হয়েছে। কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. এম গফুর উদ্দিন চৌধুরী হয়েছেন সিনিয়র সহ-সভাপতি। ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ৬নং তালমা ইউনিয়নের চেয়ারম্যান মো. কামাল হোসেন মিয়াকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়াও কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন- সহ-সভাপতি খন্দোকার সাইফুর রহমান (সাইন), মো. আব্দুল মান্নান, মো. ফরহাদ হোসেন, মো. মশিউর রহমান সরকার, সেলিম আহম্মেদ তুলিপ, মো. ফিরোজ খান নুন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন- মাইদুল ইসলাম খান (মামুন), জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন, মিরন মো. ইলিয়াস, আমিনুল ইসলাম, আব্বাস আলী সরকার ও মোছা. সুলতানা পারভীন।
সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) হয়েছেন কামরুজ্জামান সাহেব ফকির, মহিলা বিষয়ক সম্পাদক ও ফিরোজা বেগম। এছাড়াও কার্যনির্বাহী পদে মো. ইব্রাহিম খলিলসহ অন্যান্য সদস্য মিলিয়ে মোট ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
বিডি প্রতিদিন/মুসা