সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৩০ নভেম্বর) ঈদগাহ মাঠে জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে মাঠে আসরের নামাজ আদায় করেন নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। এরপর মঞ্চে উঠেন জেলা প্রখ্যাত আলেমরা। এসময় মাঠে বিএনপির নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনে দলটির মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী, সমর্থকসহ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত শুরুর আগেই পুরো ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দোয়া পরিচালনা করেন যশোর রেলস্টেশন জামেয়া এজাজিয়া দারুল উলুম মাদ্রাসার মোহতামীম হযরত মাওলানা আনোয়ারুল করীম যশোরী। মোনাজাতে অংশ নিয়ে উপস্থিত জনতা কান্নায় ভেঙে পড়েন। তারা দল মত নির্বিশেষে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেন।
বিডি প্রতিদিন/কামাল