বগুড়ায় মেয়াদোত্তীর্ণ, নিম্নমানের ও খাবারের অনুপযোগী বিভিন্ন ধরনের মসলা সংরক্ষণ এবং বিক্রির অভিযোগে রিনী স্টোরকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে বগুড়ার ফতেহ আলী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে।
অভিযানে প্রতিষ্ঠানের দুইটি গোডাউন সাময়িকভাবে সিলগালা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান।
জানা যায়, রবিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফতেহ আলী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। এ সময় মেসার্স রিনী স্টোরের দোকানে মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের বিভিন্ন ধরনের খাবার ও অনুপোযোগী মসলা বিক্রয় এবং সংরক্ষণ করতে দেখা যায়। এ ছাড়াও তেলাপোকাযুক্ত খোলা আলুর বোখরা, ফাঙ্গাসযুক্ত কালো জিরা বিক্রয়ের জন্য সংরক্ষণ করা হয়।
এ ছাড়া প্রতিষ্ঠানের গোডাউনে বিপুল পরিমাণে নষ্ট, মানহীন এবং খাবারের অনুপযোগী মসলা সংরক্ষণ করে রাখা হয়। এ সকল অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে প্রতিষ্ঠানের দুইটি গোডাউন সাময়িকভাবে সিলগালা করা হয়।
অভিযানে জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আশফাক