গোপালগঞ্জের কাশিয়ানীতে কাপড় ব্যবসায়ী ও চালককে কুপিয়ে জখম করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রবিবার ভোররাতে কাশিয়ানী উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের তিন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী বাদল খান (৬০) ও ইজিবাইক চালক হাদিয়ার খানকে (৩০) গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্টি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাদল খান উপজেলার রামদিয়া বাজারে কাপড়ের ব্যবসা করেন। তারা সম্পর্কে দুজনে চাচা-ভাতিজা বলে জানা গেছে।
বাদলের স্ত্রী শাহানাজ খানম বলেন, আমার স্বামী ফজরের নামাজ শেষে অসুস্থ ভাইয়ের বউকে দেখতে ভাতিজা হাদিয়ার খানের ইজিবাইকে করে রামদিয়া থেকে পাশ্ববর্তী কামারোল গ্রামে যাচ্ছিলেন। ভোর ৫টার দিকে তারা খাগড়াবাড়িয়া গ্রামের তিন ব্রিজ এলাকায় পৌঁছালে রাস্তায় বাঁশ ফেলে ইজিবাইকের গতিরোধ করে ৬/৭ জন দুর্বৃত্ত। তাদের প্রত্যেকেরই মুখ বাধা ও হাতে দেশীয় অস্ত্র ছিল। এ সময় দুর্বৃত্তরা ইজিবাইক চালক হাদিয়ার ও ইজিবাইকে থাকা বাদল খানকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে তাদের কাছে থাকা নগদ টাকা ও ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'বিষয়টি আমরা জানতে পেরেছি। ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধারসহ দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে এখনো পর্যন্ত থানায় লিখিত কোন অভিযোগ পাইনি।
বিডি প্রতিদিন/এএম