সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে নারায়ণগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) বিকেলে শহরের মিশনপাড়া এলাকার হোসিয়ারী সমিতির মিলনায়তনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির নেতা আবু জাফর আহমেদ বাবুলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, সদস্য আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু ও সাবেক দপ্তর সম্পাদক আক্তার হোসেন খোকন শাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল