বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় নারায়ণগঞ্জে দিনব্যাপী বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের উদ্যোগে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও স্থানীয় ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে এ দোয়ার আয়োজন করা হয়।
মসজিদ ও মাদ্রাসায় অনুষ্ঠিত এসব দোয়া মাহফিলে অংশ নেন বিভিন্ন বয়সের মুসল্লি, স্থানীয় আলেম-উলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ। প্রতিটি স্থানে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
এ বিষয়ে মাসুদুজ্জামান বলেন, আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশের প্রতিটি মসজিদে দোয়া অব্যাহত রাখুন। আল্লাহ যেন তাঁকে পূর্ণ সুস্থতা, শক্তি ও দীর্ঘায়ু দান করেন—আমীন। দেশের মানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করেছেন।
তিনি আরও বলেন, দোয়া শুধু আজকের আয়োজনেই সীমাবদ্ধ নয়; আমরা চাই এটি ধারাবাহিকভাবে চলুক। নারায়ণগঞ্জের প্রতিটি অঞ্চল, মহল্লা এবং প্রতিটি মসজিদ-মাদ্রাসায় নিয়মিত দোয়ার ব্যবস্থা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।
বিডি-প্রতিদিন/মাইনুল