গাইবান্ধায় সদ্য বিদায়ী পুলিশ সুপার (এসপি) নিশাত এ্যঞ্জেলাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে পুলিশ সদস্যরা বিদায়ী এসপির বর্ণাঢ্য পেশাগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন।
জেলা পুলিশের আয়োজনে শনিবার (২৯ নভেম্বর) বিকালে গাইবান্ধা পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় তাকে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
এসময় নিশাত এ্যঞ্জেলা বলেন, গাইবান্ধা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য গৌরবের ও তৃপ্তির বিষয়। দায়িত্ব গ্রহণের পর থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নৈতিকতার সাথে কাজ করে যাওয়ার চেষ্টা করেছি। এই পথচলায় কারও প্রতি আমার আচরণ বা কাজে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে আপনারা তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে প্রত্যাশা করছি।
শেষে বিদায়ী পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলাকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (বিভাগীয় অফিসার) সি-সার্কেল এবিএম রশীদুল বারীসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সদস্য ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে, গাইবান্ধার নবাগত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন যোগদান করেছেন। এদিন (২৯ নভেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
বিডি-প্রতিদিন/মাইনুল