বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুইটি মাদরাসার এতিমখানায় চারটি ছাগল ছদকা প্রদান করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত মুশফিকুর রহমানের পরামর্শে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ রবিবার দুপুরে পৌরশহরের দেবগ্রাম জামিয়া মাজহারুল হক উলুম মাদরাসা এবং কলেজপাড়ার জামিয়া মুহিউস সুন্নাহ মাদরাসার প্রিন্সিপালের নিকট দুটি করে ছাগল উপহার পৌঁছে দেন।
এসময় দুই মাদরাসায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। মুহিউস সুন্নাহ মাদরাসায় দোয়া পাঠ করেন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আসাদ আল হাবীব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মন্তাজ মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহাগ খান, বিএনপি নেতা ইয়ার হোসেন শামীম, যুবদল নেতা শেখ বাবু, ফুরকান আহমেদ, সানী ভূইয়া, সুমন খান, সফিক মিয়া, ছাত্রনেতা মোবাশ্বের আহমেদ, মামুন আহমেদ, গালিব ভূইয়া, অপু প্রমুখ।
বিডি-প্রতিদিন/মাইনুল