লালমনিরহাটের হাতীবান্ধায় চাহিদামতো সার না পাওয়ায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা।
রবিবার (৩০ নভেম্বর) দুপুরে হাতীবান্ধা উপজেলা অডিটরিয়াম চত্বরের সামনে ‘মেসার্স মোর্শেদ সার ঘর’র কাছে কৃষকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
কৃষকেরা জানান, লালমনিরহাটের ব্র্যান্ডিং পণ্য ভুট্টা। জেলার সবচেয়ে বেশি ভুট্টা চাষ হয় হাতীবান্ধা উপজেলায়। ভুট্টা চাষের মৌসুম শুরু হতেই সার সংকটের খবরের কারণে চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। উপজেলা সদর এলাকায় বিএডিসি ও বিসিআইসি’র পরিবেশক ‘মেসার্স মোর্শেদ সার ঘর’র মাধ্যমে সার বিক্রি হয়। কয়েক দিন ধরে কৃষকেরা সঠিকভাবে সার পাচ্ছিলেন না। বিক্রয়কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছিল যে রোববার সকালে সিংগিমারী ইউনিয়নের চাষিদের জন্য সার সরবরাহ করা হবে।
প্রসারিত প্রচারনার কারণে এলাকার কৃষকরা বিকেলে বিক্রয়কেন্দ্রে ভিড় জমান। মুহূর্তে সার ক্রেতার দীর্ঘ লাইন সৃষ্টি হয়। কিন্তু কয়েকজন কৃষককে তাদের চাহিদামতো সার না দিয়ে হঠাৎ বিক্রয়কেন্দ্র বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ কৃষকেরা মহাসড়ক অবরোধ করে পরিবেশক ও উপ-সহকারী কৃষি কর্মকর্তার অপসারণ দাবি করেন।
ঘণ্টাব্যাপী অবরোধের ফলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কৃষকরা অভিযোগ করেন, তাঁদের ৩ বিঘা জমির জন্য প্রয়োজনীয় ইউরিয়া সার পাচ্ছেন না। ডিলাররা কৃষকের চাহিদা না মেনে বেশি দামে সার খুচরা ও কালোবাজারে বিক্রি করছেন।
কসমত আলী নামের এক কৃষক বলেন, ভুট্টার চাষ শুরু করতে এখনই সার প্রয়োজন। আজকাল না পেলে ভুট্টা রোপণ সম্ভব হবে না।
‘মেসার্স মোর্শেদ সার ঘর’র স্বত্বাধিকারী মঞ্জুর মোর্শেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে পাওয়া যাননি।
লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শাইখুল আরেফিন বলেন, জেলায় সার সরবরাহে কোনো সংকট নেই। পর্যাপ্ত মজুদ রয়েছে। মাসের শেষ দিন হওয়ায় সাময়িক এ ধরনের বিভ্রান্তি হতে পারে। কিছু মানুষ ডিলারের প্রতি ব্যক্তিগত প্রতিশোধ নিতে বা বিক্রয় কেন্দ্র বাতিল করতে এমন ঘটনা ঘটাতে পারে।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা জানান, সারের মজুদ ও বিক্রির হিসাব নেওয়া হচ্ছে। হিসাবের গড়মিল পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আপাতত কৃষকদের শান্ত করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল