মাগুরায় ট্রেড অর্গানাইজেশন (টি.ও) লাইসেন্স বহালের দাবিতে মানববন্ধন করেছেন খুচরা সার বিক্রেতারা। রবিবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচি আয়োজন করা হয়।
মানববন্ধনে জেলার দুই শতাধিক খুচরা সার ব্যবসায়ী অংশ নেন। পরে তারা দাবি সংক্রান্ত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন। এসময় বক্তব্য রাখেন, খুচরা সার বিক্রতা অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মিজানুর রহমান, সদস্য কামাল হোসেন বিকো ও বিশ্বজিৎ চক্রবর্তী।
বক্তারা জানান, ২০০৯ সালের সরকারি নীতিমালা অনুযায়ী উপজেলা পর্যায়ে টি.ও লাইসেন্সের ভিত্তিতে খুচরা সার বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। এতে কৃষকরা দ্রুত সার পেতেন ও একচেটিয়া ব্যবসায়ীদের কারসাজি কমে আসে। কিন্তু ২০২৬ সালের মার্চ থেকে এ সুবিধা স্থগিতের নির্দেশনা দেওয়া হয়েছে। যা কৃষক, খুচরা ব্যবসায়ী ও ডিলারদের জন্য ক্ষতিকর বলে দাবি তাদের।
মানববন্ধন শেষে ব্যবসায়ীরা একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি হস্তান্তর করেন।
বিডি-প্রতিদিন/এমই