আট দফা দাবিতে প্রতীকী শাটডাউন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। রবিবার ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের প্রশাসনিক কার্যালয়ের পাশে নার্স ও মিডওয়াইফগণ একত্রিত হয়ে এ কর্মসূচি পালন করেন।
তাদের দাবির মধ্যে রয়েছে, স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার চেষ্টা বন্ধ ও জাতীয় নার্সিং কমিশন গঠন করা।
সকাল ১০টা থেকে এই কর্মসূচির কারণে রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। তবে গাইনি ও প্রসূতি ওয়ার্ড, জরুরি বিভাগ, অস্ত্রোপচার কক্ষ, এস.সি.এ.এন.ইউ বিভাগ, কার্ডিওলোজি বিভাগ এই কর্মসূচির আওতায় ছিল না। অন্যদিকে, শাটডাউন কর্মসূচিতে অংশগ্রহণ করা ওয়ার্ডের রোগীর সেবার জন্য ১৭ সদস্যের ইমার্জেন্সি স্কোয়াড গঠন করা হয়।
হাসপাতালের জ্যেষ্ঠ শিশু বিশেষজ্ঞ ডা. আক্তার হোসেন বলেন, নার্সদের শাটডাউন দেওয়াতে ইনডোর সেবা প্রদানে মারাত্মকভাবে বিঘ্ন ঘটছে। সকাল ১০টায় ওয়ার্ডে রাউন্ড দিতে গিয়ে নার্সদের পাওয়া যায়নি।
বিএনএ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোসাম্মৎ কোহিনুর বেগম বলেন, দাবি মানা না হলে আগামী ২ ডিসেম্বর কমপ্লিট শাটডাউন পালন করা হবে।
হাসপাতালটিতে প্রতিদিন গড়ে আড়াই থেকে তিন হাজার রোগী সেবা নেয়। বিভিন্ন ওয়ার্ডে প্রায় ৫ শতাধিক রোগী ভর্তি রয়েছেন।
এদিকে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য আগামীকালের (১ ডিসেম্বর) কর্মসূচি স্থগিত করেছে আন্দোলনকারীরা।
বিডি-প্রতিদিন/এমই