পদোন্নতি পেয়ে বগুড়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক (জেলা দায়রা জজ) হলেন এ এস এম তাসকিনুল হক। এর আগে তিনি ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে বগুড়ার আদালতে যোগদান করেন। গত ২৭ নভেম্বর ছিল তার এই আদালতের শেষ কর্মদিবস।
তাসকিনুল হক নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পালিয়ান পুকুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. মোশারফ হোসেন। তিনি ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল.এল. বি (অনার্স) ও ২০০৩ সালে এল.এল এম ডিগ্রি অর্জন করেন।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেল আদালতের স্টেনোগ্রাফার মাকছুদুর রহমান মাকছুদ জানান, তাসকিনুল হক বগুড়ায় যোগদানের পর গত এক বছরে বিচার ও আমলি ফাইল মিলে ১০ হাজার ৭২৮টি মামলা নিষ্পত্তি করেছেন। এর ফলে বগুড়ার আদালতে মামলাজট অনেকটাই কমে এসেছে।
তিনি আরো বলেন, 'বিচার কার্যক্রমে জেলার বিচারাঙ্গণে দৃষ্টান্ত স্থাপন করেছেন এই বিচারক। প্রচেষ্টা, সততা ও পরিশ্রমে আদালতের বিচারিক কাজে রেকর্ড গড়েছেন। সাধারণ বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব ও দ্রুত বিচার নিশ্চিতে তিনি সচেষ্ট।'
বিডি-প্রতিদিন/এমই