দশম গ্রেডের দাবিতে নোয়াখালীতে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কর্মবিরতি পালন করেছেন।
রবিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত তারা ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে অবস্থান নেন। এতে হাসপাতালের ফার্মেসী, প্যাথলজি, রেডিওগ্রাফি ও ডেন্টাল শাখার সেবা নিতে আশা রোগী ও স্বজনরা দুর্ভোগে পড়েন।
সকালে হাসপাতালের বিভিন্ন বিভাগে গিয়ে দেখা যায় অফিসকক্ষ ফাঁকা পড়ে আছে। বাইরে রোগীদের কেউ ওষুধের জন্য, কেউ রক্ত, এক্সরে ও আল্ট্রাসনোগ্রাফির জন্য অপেক্ষায় রয়েছে। রোগীরা জানান, সকাল ৮টার পর থেকে তারা সেবার জন্য এসে অপেক্ষা করলেও সেবাদানকারীরা অফিস কক্ষে নেই।
আন্দোলনকারীরা জানান, স্বাস্থ্য উপদেষ্টা দশম গ্রেডের দাবি মেনে নেওয়ার মৌখিক নির্দেশ দিলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে তাদের ফাইল আটকা পড়ে আছে। দাবি না মানলে আরো কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা।
কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন মাসুদ রানা, সাহাদাৎ হোসেন, মো. আলী জুয়েল ও মো. তুষারসহ অনেকে।
বিডি-প্রতিদিন/এমই