বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় মোংলায় পশু সদকা, কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী তার নিজ বাড়িতে পশু সদকা দিয়ে তা এতিম ও দুস্থদের মাঝে বিলিয়ে দেন। এছাড়া কোরআন খতম ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
মো. জুলফিকার আলী বলেন, 'বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পশু সদকা দিয়েছি, আল্লাহ যেন কবুল করেন। তার সুস্থতার জন্য নিয়মিত কোরআন খতম ও দোয়া করা হচ্ছে।'
এছাড়া পৌরসভা ও উপজেলার মসজিদ, মন্দির ও গীর্জায় বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হচ্ছে বলে জানান তিনি।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, বিএনপি নেতা মো. আলাউদ্দিন ও কাজী ফারুকসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/এমই