১৯ বছর ধরে পলাতক থাকা রব্বানী (৪৫) নামে সাজা-পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
শনিবার (২৯ নভেম্বর) রাতে এটিইউর রংপুর বিভাগীয় কার্যালয়ের একটি আভিযানিক দল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত রব্বানী নীলফামারীর নটখানা খামাদপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেন ওরফে আনোয়ার কুলির ছেলে।
রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এন্টি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং’র পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল, পিপিএম।
তিনি জানান, রব্বানীর বিরুদ্ধে পেনাল কোডের ৩৭৯ ধারা এবং রেলওয়ে আইনের ১২৬ ধারায় দায়ের করা মামলার বিচার শেষে নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২০০৭ সালের ৩১ অক্টোবর তাকে মোট ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রেলওয়ে আইনের ১২৬ ধারায় ১০ বছর এবং চুরির অভিযোগে পেনাল কোডের ৩৭৯ ধারায় আরও ৩ বছরের সশ্রম কারাদণ্ডসহ ১ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার পর আদালত গ্রেফতারি পরোয়ানাও জারি করেন।
তিনি আরও জানান, রায় ঘোষণার পর থেকেই গ্রেফতার এড়াতে রব্বানী দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। নীলফামারী থানার অধিযাচনপত্রের ভিত্তিতে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে এটিইউর একটি চৌকস দল দীর্ঘদিনের পলাতক এ সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে আটক রব্বানীকে জিএমপি’র কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল