গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ৮ থেকে ১০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিট গঠন করা হয়েছে।
রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান। এর আগে ১৭ নভেম্বর জেলা শিক্ষা অফিসার ও ২৪ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন ৮ম শ্রেণির শিক্ষার্থী সায়েমাহ্ আক্তার স্নেহার মা মাহামুদা আক্তার শিল্পী।
অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষাবোর্ড থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নাম নিবন্ধনের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে পত্র দেওয়া হয়। কিন্তু তিনি বা কোনো শিক্ষক-কর্মচারী বিষয়টি অভিভাবকদের জানাননি। এমনকি বিদ্যালয়ের নোটিশ বোর্ডে বা শ্রেণিকক্ষেও নোটিশ দেওয়া হয়নি।
পরে অভিভাবকরা যোগাযোগ করলে প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, শিক্ষাবোর্ডে যোগাযোগ করে তাদের পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করা হবে। কিন্তু পরে আর কিছুই জানানো হয়নি।
এ বিষয়ে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান বলেন, এ ঘটনার তদন্ত কমিটি করে এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এমই