লক্ষ্মীপুরে ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করা হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে দুই ঘণ্টাব্যাপী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এ কর্মসূচি পালন করেন।
এদিকে, কর্মবিরতির কারণে হাসপাতালে আসা রোগী ও ভর্তি থাকা রোগীদের সেবা নিতে দুর্ভোগ পোহাতে হয়েছে। ফার্মেসি ও ল্যাবরেটরির সামনে দীর্ঘলাইন দেখা গেছে সেবাগ্রহীতাদের।
কর্মবিরতি কর্মসূচিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট এসোসিয়েশনে জেলা কমিটির সাধারণ সম্পাদক জামাল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/মাইনুল